রপুরের পীরগঞ্জে আইসিটি প্রশক্ষনের সমাপনী ! 465 0
রপুরের পীরগঞ্জে আইসিটি প্রশক্ষনের সমাপনী !
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে শিক্ষকদের আইিসিটি বিষয়ক ১৫ দিনের প্রশিক্ষন শেষে গতকাল রোববার দুপুরে সমাপনী অনুষ্ঠিত হয়।পীরগঞ্জ আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন কার্যালয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আইআরসিটি বেনবেইজ এর সহকারী প্রগ্রামার এস এম মোকাব্বেরুল বিল্লাহ এতে সভাপতিত্ব করেন।এতে প্রধান অতিথি ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল্হাজ্ব আব্দুল মমিন মন্ডল। মমিন মন্ডল শিক্ষকদের উদ্দেশ্যে বলেন-জাতীর ভাগ্য নির্ধারিত হয় শ্রেণী কক্ষে।তাই শিক্ষকদের আরও এ ব্যাপারে সচেতন ও অগ্রগামী হতে হবে।বর্তমান বিশ্ব যেহেতু প্রযুক্তি নির্ভর তাই প্রযুক্তিতে যে জাতি যত বেশি এগিয়ে যাবে তারা তত বেশি উন্নতি করবে।শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে প্রক্ষিনার্থীদের হাতে সনদ তুলে দেন।